ঢাকা বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করোনারোগীর, পাঁচদিন পরই মৃত্যু


৫ মার্চ ২০২০ ১৭:৪৮

সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাসায় যাওয়ার মাত্র পাঁচদিনের মাথায় চীনে করোনাভাইরাসের এক রোগীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এতথ্য জানিয়েছে।

করোনার উৎসস্থল দেশটির হুবেই প্রদেশের উহানের ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি এই ভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

চিকিৎসা শেষে সুস্থ হলে তাকে ছাড়পত্র দেওয়া হয়। হাসপাতাল ছেড়ে বাসায় যাওয়ার পাঁচদিনের মাথায় মারা যান তিনি। উহানের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, করোনাভাইরাসেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা অর্ধশতাধিক দেশে ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত বিশ্বের ৯৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত; যার মধ্যে চীনেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের বেশি। আর করোনায় প্রাণ গেছে ৩ হাজারের বেশি মানুষের।