ঢাকা শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


মৃত্যুর সংখ্যায় ইরানকে ছাড়িয়ে গেল ইতালি


৪ মার্চ ২০২০ ১৯:৪১

গেল বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে প্রাণঘাতী করোনাভাইরাস অনন্ত ৭০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

করোনাভাইরাসে বুধবার পর্যন্ত ৩২০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৯২ হাজার মানুষ।

এদিকে, করোনায় ইতালিতে মৃতের সংখ্যা বাড়ছেই। একইসঙ্গে দেশটিতে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এ ভাইরাসে মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ইরানকে ছাড়িয়ে গেছে ইতালি। তাতে ভাইরাসের শনাক্তস্থল চীনের পর ইরানকে সরিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইতালি।

বুধবার কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে, আক্রান্তের সংখ্যা ২২৩৬ জন। আর ইরানে মৃতের সংখ্যা ৭৭ জন, আক্রান্তের সংখ্যা দুই হাজার ৩৬ জন। এছাড়াও প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানের অন্তত ২৩ এমপি আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় মারা গেছেন ৩২ জন, দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫৩২৮ জন।

নতুনসময়/আনু