ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ভারতের প্রধানমন্ত্রী ফেসবুক, টুইটার ছেড়ে দিচ্ছেন


৩ মার্চ ২০২০ ১৯:৩৮

ফেসবুক, টুইটারসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন ছেড়ে দিচ্ছেন সে কারণ অবশ্য ব্যাখ্যা করেননি তিনি।

পৃথিবীর রাষ্ট্র ও সরকার প্রধানদের মধ্যে সবচেয়ে বেশি সামাজিক মাধ্যম ব্যবহার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই আছেন মোদী। সেই মোদীর এমন ঘোষণায় অনেকটা বিতর্কও সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, দিল্লি সহিংসতা থেকে মানুষের চোখ অন্যদিকে ফিরিয়ে নিতেই তিনি এ কৌশল অবলম্বন করেছেন। তার দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তার সমালোচনায় মেতেছেন।

সোমবার রাত ৮টা ৫৬ মিনিটে মোদী টুইট করে জানান, তিনি সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি।

নরেন্দ্র মোদীর টুইটারে ফলোয়ারের সংখ্যা পাঁচ কোটিরও বেশি, ফেসবুকে ফলোয়ারের সংখ্যা সাড়ে চার কোটি, ইনস্টাগ্রামে ফলোয়ার সাড়ে তিন কোটি এবং ইউটিউবে ফলোয়াক ৪৫ লাখ। সূত্র: আনন্দবাজার

নতুনসময়/আনু