ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ট্রাম্পকে বিপজ্জনক বলেন বার্নি স্যান্ডার্স


২৫ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪৬

আমেরিকার সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্টকে পরাজিত করতে দেশের জনগণের প্রতি আহবান জানিয়েছেন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা সিনেটর বার্নি স্যান্ডার্স। এই সিনেটর নিজের অফিসিয়াল টুইটার পেজে বলেন, ঐক্যবদ্ধ থাকলে আমরা আমেরিকার আধুনিক ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্টকে পরাজিত করতে সক্ষম হব। খবর বিবিসির।

আরেকটি টুইটার বার্তায় তিনি লিখেছেন, আমেরিকার জনগণকে রুটি-রুজির জন্য একসঙ্গে দুই থেকে তিনটি চাকরি করতে হবে, এটি মেনে নেওয়া যায় না। এটি মেনে নেওয়া কষ্টকর, আমেরিকার অর্ধেক জনগোষ্ঠীর বেতনের টাকা মাস শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়।

স্যান্ডার্স বলেন, এটি মেনে নেওয়া কঠিন যে, আমেরিকার তিন ব্যক্তির সম্পদ বাকি ৫০ ভাগ জনগোষ্ঠীর চেয়ে বেশি।

নতুনসময়/আনু