ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


মালয়েশিয়া আওয়ামীলীগের উদ্যোগে মাতৃভাষা ও শহীদ দিবস পালিত


২৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৫৪

ছবি সংগৃহীত

যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়া আওয়ামীলীগ এর প্রস্তাবিত কমিটি ও তার অঙ্গ সংগঠন এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় হোটেল ফাস্ট বিজনেস ইন এর বল রুমে এ উপলক্ষে সকল শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সঞ্চালনা করেন আলহাজ্ব মো: সাখাওয়াত হোসেন জোসেফ।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ সরকার এর কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুয়ালালামপুর ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর ডক্টর এটিএম ইমদাদুল হক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হেদায়েতুল ইসলাম মন্ডল, আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না,যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল ,মহানগর আওয়ামী লীগের সভাপতি এ আর মোঃ মামুন।আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুরাদ চৌধুরী, রুহুল আমিন, দাতু আনোয়ার হোসেন সেন্টু, মহানগর আওয়ামী লীগ থেকে, এ রাসেল মোল্লা, যুবলীগ থেকে, জহিরুল ইসলাম জহির, রেজাউল হক লায়ন, স্বেচ্ছাসেবক লীগ থেকে, মোঃ সোহাগ সরকার, শ্রমিক লীগ থেকে, আনোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম এবং কুয়ালালামপুর ছাত্রলীগ থেকে এম এইচ জুয়েল প্রমূখ।

আলোচনায় বক্তারা বলেন, ভাষা আন্দোলনে উদ্ভুদ্ধ হয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেন, ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতার ডাক দেন,তার কারণেই আজ বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন-সার্বভৌম শক্তিশালী রাষ্ট্র এবং বাংলা ভাষা আজ জাতিসংঘের দাপ্তরিক ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে, বক্তারা আরও বলন
, বাংলা ভাষা একটি প্রভাবশালী ভাষা যে এই ভাষা সঠিকভাবে উচ্চারণ করতে পারবে সে পৃথিবীর যেকোন ভাষায় কথা বলতে পারে, কারন মাতৃভাষার জন্য বীর বাঙালির মত বিশ্বের অন্য কোন জাতি আন্দোলনের মাধ্যমে জীবন দেয়নি তাই আজ আমরা গর্বিত জাতি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রবাসী বাংলাদেশিরা, এ সময় মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য কামনা ও বঙ্গবন্ধু সহ সকল শহীদদের স্মরণে তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।