ঢাকা মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


ব্রকোলি সিঙাড়া আর গুজরাটি মাল্টিগ্রেন রুটি দিয়ে আপ্যায়ন করা হবে ট্রাম্পকে


২৪ ফেব্রুয়ারি ২০২০ ২১:২৬

হাতে সময় প্রায় নেই বললেই চলে। যা করার সেরে ফেলতে হবে এই বেলাই। এই গতিতেই আহমেদাবাদে এগোচ্ছে মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানানোর প্রস্তুতি। রাস্তা থেকে সবরমতী আশ্রম, মোতেরা স্টেডিয়াম থেকে তাজমহল সর্বত্রই সাজ সাজ রব। তবে প্রস্তুতি বলতে কেবল স্টেডিয়াম, রাস্তা বা হোটেলের নয় প্রস্তুতির তালিকায় থাকছে খানাপিনার ব্যবস্থাও। মার্কিন প্রেসিডেন্টের নিরামিষের তুলনায় আমিষ খাবারে নেক নজর থাকলেও মনভোলানো গুজরাটি খাবার বানাতে পিছপা হচ্ছেন না গুজরাট। তাঁর জন্য বানানো হচ্ছে খামাম, মাল্টিগ্রেন রুটি।

এদিন বিকেলে প্রধানমন্ত্রী মোদি টুইটারে লেখেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে তৈরি ভারত। তিনি আগামিকাল আমাদের সঙ্গে থাকবেন, এটা খুবই গৌরবের, আহমেদাবাদে হবে প্রথম অনুষ্ঠান।” গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির একটি টুইট করা ভিডিও শেয়ার করেন ভারতের প্রধানমন্ত্রী। আহমেদাবাদে এলে ট্রাম্পের খানাপিনার বন্দোবস্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে শেফ সুরেশ খান্নার হাতে। তিনি বলেন, “আগামিকাল তার জীবনে একটি বড় দিন। গুজরাটের সংস্কৃতিকে বজায় রাখে ট্রাম্পের জন্য বানানো হবে খামাম, ব্রকোলি সিঙাড়া, মধুমাখা কুকিজ, মাল্টিগ্রেন রুটি, ডাবের জল, আইস টি, স্পেশ্যাল চা, স্ন্যাক্স।” শেফ জানান, “প্রতিটি খাবার পরিবেশনের আগে পরীক্ষা করা হবে বারবার।”সুত্র , সংবাদ প্রতিদিন ।