ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


আজ অবাধ্য হওয়ার দিন


৩ জুলাই ২০২৪ ১১:০৫

ছবি: সংগৃহীত

সন্তান অবাধ্য—এই অভিযোগ নেই এমন অভিভাবক খুঁজে পাওয়া বেশ কঠিন। এই অবাধ্য বাচ্চাদের দৌরাত্ম্যি নিয়ে কম অভিযোগ শুনতে হয় না। স্কুল-প্রাইভেট টিউশন, আঁকার ক্লাস-সব জায়গায় ওই এক অভিযোগ। এই অভিযোগ আমরা শুধু ছোট থাকতেই না, বড় হওয়ার পরও মাঝে মধ্যে শুনি! তবে আজ অবাধ্য হতেই পারেন।

 

আজ ৩ জুলাই, অবাধ্যতা দিবস।  এই অবাধ্যতা মানেই আবার নিয়ন্ত্রণহীন ক্ষতিকর জীবনযাপন নয় কিন্তু। বরং প্রচলিত ভুল জীবনযাপনের বিরুদ্ধে বিশুদ্ধ জীবনকে খুঁজে নেয়া। একটি বিশুদ্ধ জীবনের সন্ধান পেতে অন্তত এমন অবাধ্য তো হওয়াই যায়।

 

যেমন পৃথিবীর প্রচলিত প্রথাগত নিয়ম-শৃঙ্খলের বিরুদ্ধে বিদ্রোহ জানিয়েছেন কবি কাজী নজরুল ইসলাম। তার কথায়- ‘আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,/ আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল!’

 

আপনার সন্তাও যদি ‘অবাধ্য’ হয়ে থাকে, তাকেও তার মতো করে শুধরে যাওয়ার সুযোগ দিতে হবে। শিশুকে সব সময় বলবেন না তার কী করা উচিত। তাকে তার নিজের জামাকাপড় বেছে নেয়ার স্বাধীনতা দিন, কী ভাবে সে খাবার খাবে তা তাকে ছোট সিদ্ধান্ত নিতে দিন। দেখবেন, সে তার মতো করে বিশুদ্ধ জীবন খুঁজে নেবে।