ঢাকা বৃহঃস্পতিবার, ১লা জানুয়ারী ২০২৬, ১৯শে পৌষ ১৪৩২


বিটিআরসি ভবনে মোবাইল ফোন ব্যবসায়ীদের ভাঙচুর, গ্রেফতার ২৮


১ জানুয়ারী ২০২৬ ২২:০৯

সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) বাতিলের দাবিতে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালিয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরের এ ঘটনায় ২৮ জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মোহাম্মদপুরের শেরেবাংলা আর্মি ক্যাম্পে রাখা হয়েছে। তাদেরকে ঘণ্টাখানেক পরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

 

ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখা যায়, ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করার কারণে মূল ভবন ও করিডোরের গ্লাস ভেঙে গেছে। বিআরটিসির একটি বাসও ভাঙচুর করা হয়েছে।

 

মোবাইল ফোন ব্যবসায়ীরা দুপুর ২টা থেকে আন্দোলন করছিলেন। পরে বিকেল ৩টার দিকে ভাঙচুর চালান তারা।

 

সৃষ্ট পরিস্থিতি সামলাতে সন্ধ্যায় বিটিআরসি ভবনে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।