ঢাকা শুক্রবার, ২রা জানুয়ারী ২০২৬, ১৯শে পৌষ ১৪৩২


চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বরত অবস্থায় হার্ট অ্যাটাকে পুলিশ উপ-পরিদর্শকের মৃত্যু


১ জানুয়ারী ২০২৬ ২২:২১

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে ডিউটিরত অবস্থায় হার্ট অ্যাটাকে আব্দুল আলিম (৫৫) নামে এক উপ-পরিদর্শক (এসআই) মারা গেছেন।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে কর্মরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন।

 

পরে রামেক হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রুমালী খাতুন জানান, হার্ট অ্যাটাকের পর এসআই আব্দুল আলিমকে দুইবার হাসপাতালে আনা হয়েছিল। প্রথমবার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিছুক্ষণ পর আবার তাকে হাসপাতালে আনা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। 

 

নিহত পুলিশ কর্মকর্তা আব্দুল আলিমের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার বাড়ইপাড়া গ্রামে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

 

জেলা অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।