‘বাসায় সবাই মিলে পান্তাভাত আর ইলিশ খেতাম’

আজ পহেলা বৈশাখ। বিশ্বের বিভিন্ন প্রান্তে বর্ষবরণের আনন্দে মেতেছে বাঙালি। সর্বজনীন এই উৎসবে শোবিজ অঙ্গনের তারকারাও সামিল হন। চলে বর্ষবরণের অনুষ্ঠান তৈরির পরিকল্পনা। সেইসব অনুষ্ঠানে ছেলেবেলার বৈশাখের স্মৃতি উঠে আসে কথাপ্রসঙ্গে।
অভিনেত্রী নুসরাত ফারিয়া ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় বলেছেন তার ছেলেবেলার বৈশাখ নিয়ে।
অভিনেত্রী বলেন, ‘ছোটবেলায় নববর্ষের প্রথম দিনটির সকালে বাড়িতে রেডিও চলত, তাতে শোনা যেত কবিগুরুর সেই গান ‘এসো হে বৈশাখ এসো এসো’। এ দিন বাসায় সবাই মিলে পান্তাভাত আর ইলিশ মাছ খেতাম- সে এক অদ্ভুত আনন্দ!’
ছোট থেকেই দিনটি উদযাপন করতে পছন্দ করতেন উল্লেখ করে দুই বাংলার জনপ্রিয় এই নায়িকা আরো বলেন, ‘আমরা এ দিনে খাওয়া-দাওয়া, সাজাগোজ সব কিছুর উপরই বিশেষ নজর দেই। অনেকে এ দিন পরিবারের সবার সঙ্গে বৈশাখী মেলায় যায়।’
তবে এবার পয়লা বৈশাখে নুসরাত ফারিয়া ব্যস্ত রয়েছেন শুটিং ফ্লোরে। এর কারণ জানিয়ে তিনি বলেন, ‘একটা গান ঈদে মুক্তি পাবে। তার প্রচারে আপাতত ব্যস্ত থাকতে হচ্ছে আমাকে।’
আইকে