ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


ফের বাবা হলেন আতিফ আসলাম


২৪ মার্চ ২০২৩ ০৬:০৩

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের ঘরে এসেছে রাজকন্যা। বৃহস্পতিবার (২৩ মার্চ) কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গায়কের স্ত্রী সারাহ ভারওয়ানা। মেয়ের নাম রেখেছেন নাম রেখেছেন হালিমা আতিফ আসলাম। এটি এই দম্পতির তৃতীয় সন্তান।

সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি পোস্ট করে আতিফ আসলাম লিখেছেন, ‘অবশেষে অপেক্ষা ফুরালো। আমার হৃদয়ের রাজকন্যা দুনিয়াতে এসেছে।’

প্রসঙ্গত, কলেজ জীবন থেকেই আতিফ-সারাহ’র প্রেম। ২০১৩ সালের ২৯ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এই দম্পতির ঘরে আরও দুই পুত্রসন্তান রয়েছে। ২০১৪ সালে প্রথম পুত্র আহাদ ও ২০১৯ সালে দ্বিতীয় পুত্র আরিয়ানের জন্ম হয়।

আইকে