ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে ডিসেম্বর ২০২৫, ১১ই পৌষ ১৪৩২


জামিন পেলেন মাহির স্বামী


২১ মার্চ ২০২৩ ০০:১৪

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে গাজীপুর সিএমএম আদালত-৪-এ জামিনের আবেদন করেন রকিব সরকারের আইনজীবীরা। এ সময় তিনিও আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক নিয়াজ মাখদুম।

এর আগে একই মামলায় জামিন পান মাহিয়া মাহি।

বিষয়টি নিশ্চিত করেন রাকিব সরকারের আইনজীবী আনোয়ার সাদত সরকার।

এর আগে গত শুক্রবার (১৭ মার্চ) রাতে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকন মিয়া বাদী হয়ে মাহিয়া মাহী ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

এ ছাড়া জমি দখলের অভিযোগে তাদের নামে আরেকটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

আইকে