ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


দেশে ফিরলেন মাহীর স্বামী, ফুল দিয়ে বরণ


১৯ মার্চ ২০২৩ ২০:৫৮

ঢাকায় ফিরেছেন মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার। রোববার (১৯ মার্চ) সকালে সৌদি আরব থেকে ওমরাহ শেষে দেশে ফিরেন তিনি।

এরপর রাকিবকে ফুল দিয়ে বরণ করেন মাহি। সেই ছবি সামাজিক যোগোযোগমাধ্যমে পোস্টও করেন তিনি।

ছবির ক্যাপশনে মাহি লেখেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য লাভ সাইনও দেন তিনি।

এর আগে গতকাল শনিবার (১৮ মার্চ) মাহি সৌদি আরব থেকে দেশে ফিরলে বেলা পৌনে ১২টার দিকে তাকে গ্রেফ্তার করে পুলিশ। পরে দুপুর দেড়টার দিকে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই আদালতে বিকালে তিনি জামিন পান।

এর আগে গত শুক্রবার (১৭ মার্চ) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহিয়া মাহি ও তার রাকিব সরকারের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

আইকে