তারা আমার শার্ট খোলার ষড়যন্ত্র করেছিল: শাহরুখ

২০১৮ সালে সর্বশেষ ‘জিরো’ সিনেমায় দেখা যায় শাহরুখ খানকে। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই সিনেমা। এরপরই আড়ালে চলে যান শাহরুখ খান। দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন বছরে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ধরা দিলেন কিং খান। ফিরে এসেছেন রাজার মতোই।
গত ২৫ জানুয়ারি মুক্তি পায় ‘পাঠান’। তারপর ২১ দিনে কেটে গেলেও বক্স অফিসে রাজত্ব করছে সিনেমাটি। সর্বকালের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তালিকায় ‘পাঠান’-এর অবস্থান এখন চতুর্থ।
‘পাঠান’ সিনেমার আলোচিত একটি গান ‘ঝুমে জো পাঠান’। এ গানে শাহরুখের এইট প্যাক অ্যাবস দেখানো হয়েছে। কিন্তু এই দৃশ্যের শুটিংয়ের পেছনে একটি গল্প রয়েছে। পরিচালক-কোরিওগ্রাফার রীতিমতো ‘ষড়যন্ত্র’ করেছিলেন বলে মন্তব্য করেছেন শাহরুখ। খবর বলিউড হাঙ্গামার।
শাহরুখ খান বলেন, ‘‘পরিচালক ও কোরিওগ্রাফার যখন ‘ঝুমে জো পাঠান’ গানটির শুটিং করে, তখনই তারা আমার শার্ট খোলার ষড়যন্ত্র করেছিল। ওই অবস্থায় বিকল্প আর কিছু ছিল না। আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমাকে শার্ট খুলতেই হবে। তারপর তারা আমাকে এটি করতে বাধ্য করেছিল।’’
‘‘আমার মনে হয়, এটি পূর্ব পরিকল্পিত। কারণ ধীরে ধীরে তারা আমার শার্টের বোতাম খুলেছে। আমি কখনো এভাবে অ্যাবস দেখাইনি। তবে এখন আমি খুব আনন্দিত। কারণ আমার সন্তানেরা এ দৃশ্য দেখে বলে, ‘তোমার কুল বডি পাপা’।’’ বলেন শাহরুখ।
২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।
‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে।
আইকে