ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


ভারতে মুক্তি পাওয়া সব বিদেশি ছবির রেকর্ড ভাঙল ‘অ্যাভাটার ২’!


১১ জানুয়ারী ২০২৩ ০০:৩০

এবার ভারতে রেকর্ড গড়ল জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’। এখন পর্যন্ত ভারতে মুক্তি পাওয়া হলিউডের সর্বোচ্চ আয়কারী ছবি এটিই।

বক্স অফিসে ৪৫৪ কোটি রুপি তুলে নিয়েছে অ্যাভাটার-২, যা রুশো ব্রাদার্স প্রযোজিত মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: অ্যান্ডগেম’-এর সর্বকালের মোট সংগ্রহকেও ছাড়িয়ে গেছে।

বিশ্বের অসীম প্রগতির মুখে দাঁড়ি টেনে এর আগে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল মার্ভেলের ‘অ্যান্ডগেম’। ভারতের বক্স অফিসে এ ছবির মোট আয় ছিল ৪৩৮ কোটি রুপি। নতুন ‘অ্যাভাটার’ এসে আগের সব রেকর্ড ভেঙে দিল।

আমেরিকার বক্স অফিসে এখন পর্যন্ত চার হাজার ২৪৮ কোটি রুপি আয় নিয়ে দৌড়াচ্ছে এই ছবি। বিশ্বজুড়ে মোট আয় ১০ হাজার কোটি রুপির কাছাকাছি।

সিনেমার ইতিহাসে সপ্তম বৃহত্তম কাজ হিসেবে গণনা করা হচ্ছে ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’কে।

আইকে