ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


ভার্জিনিটি নিয়ে যা বললেন সানি লিওন!


১০ জানুয়ারী ২০২৩ ১১:৪৪

নীল ছবির একসময়ের তারকা সানি লিওন। সেই জগৎ ছেড়েছেন অনেক আগেই। জায়গা করে নিয়েছেন বলিউডে। সেখানেও তার শারীরিক উত্তেজনার দৃশ্যে বুঁদ হয়েছেন দর্শক। বিশেষ করে সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আর তাই যেখানেই সানি লিওন, সেখানেই পরিস্থিতি উত্তাল। বর্তমানে তিনি নিয়মিত বলিউডে অভিনয় করে যাচ্ছেন।

ব্যক্তিগত জীবনে প্রযোজক-উদ্যোক্তা ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছেন। বিয়ের বয়স এখন ১১ বছর। একটা সময় নীল দুনিয়ায় রাজত্ব করলেও এখন সেসব অতীত সানি লিওনের জীবনে। বলিউডে শক্ত জায়গা খুঁজে পেয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি বলেন, ‘স্কুলে পড়ার সময় থেকেই তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আমায় খুব আদরে রাখত। কখনও শুকনো ফল, কখনও ঠান্ডা পানীয়—সবই আমার মুখের সামনে ধরত। যত্ন কার না ভালো লাগে। ওর সঙ্গেই রিসোর্টে গিয়েছিলাম। সেখানেই আমাদের প্রথম মিলন।’

তিনি আরও বলেন, ‘বাড়িতে অবশ্য এসব বিষয়ে কিছুই জানানো হয়নি। বাবা-মাকে সানি জানিয়েছিলেন, বন্ধুর জন্মদিনের পার্টিতে যাচ্ছেন। সেই প্রথম, তার পর কত সঙ্গী বদলেছেন। নারীদের সঙ্গেও ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে সানিকে। আবার সবকিছু ছেড়ে এসেছেন বর্তমান পরিস্থিতি।’

বলিউডে অভিনয়ের পাশাপাশি সানি একজন গুড মাদার। ২০১৮ সালে জন্ম দিয়েছেন যমজ পুত্র। এ ছাড়া দত্তক নিয়েছেন এক কন্যাকেও।

আইকে