কমেছে মুরগি-সবজির দাম
গত শুক্রবার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে সরবরাহ কমে যাওয়ার প্রভাবে যেসব পণ্যের দাম বেড়ে গিয়েছিল, এরই মধ্যে সেসব পণ্যের দাম কমতে শুরু হয়েছে।
সবজি ও মুরগি কেজিতে ২০ থেকে ৩০ টাকা এবং মাছ কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছিল। সেগুলোর দাম কমতে শুরু করেছে। তবে এখনো বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে ডিম।
গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, বাডডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের তুলনায় রাজধানীর খুচরা বাজারগুলোতে মাছ, মুরগি, সবজিসহ বিভিন্ন পণ্যের সরবরাহ বেশি।
সব ধরনের সবজির দাম কমতির দিকে। কয়েক দিন আগেও বেগুন প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়, গতকাল দাম ছিল ৫০ থেকে ৮০ টাকা। ১০০ টাকায় উঠে যাওয়া করলা ও কাঁকরোল দাম কমে এখন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচের কেজি এখন ২৪০ থেকে ২৮০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, পটোল ৫০ টাকা, ধুন্দল ৬০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া চালকুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, আলু কেজি ৬০ টাকা, কচুমুখি কেজি ৭০ থেকে ৮০ টাকা, টমেটো কেজি ১৬০ থেকে ১৮০ টাকা এবং লাউ প্রতি পিস ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে মুরগির সরবরাহ সংকটের কারণে গত সপ্তাহে ব্রয়লার মুরগি কেজি ২০০ টাকায় এবং সোনালি মুরগি কেজি ৩১০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হয়। এখন সরবরাহ বাড়ায় ব্রয়লারের কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারের কিচেন মার্কেটের মেসার্স মা আয়েশা ব্রয়লার হাউসের ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, ‘বাজারে এখন মুরগির ঘাটতি নেই, পর্যাপ্ত সরবরাহ রয়েছে।’
a