মাউন্ট এভারেস্টে তুষারঝড়ে আটকে পড়েছেন শত শত পর্বতারোহী

তিব্বতে মাউন্ট এভারেস্টে ভয়াবহ দুর্যোগের কবলে এক হাজার পর্বতারোহী। পর্বতশৃঙ্গটির পূর্ব ঢালে ১৬ হাজার ফুট উচ্চতায় আটকা পড়েছে অভিযাত্রীরা।
গেলো শুক্রবার (৩ অক্টোবর) স্থায়ীয় সময় সন্ধ্যা থেকে আকস্মিক তীব্র তুষারঝড় শুরু হয় অঞ্চলটিতে। ভেঙে পড়ে ক্যাম্পের তাবুগুলো।
তীব্র ঠাণ্ডা আর তুষারপাতের মধ্যে আটকা পড়ে এক হাজারের মতো অভিযাত্রী।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খবর পেয়েই উদ্ধার অভিযান শুরু করে তিব্বতের ব্লু স্কাই রেসকিউ টিম। যোগ দেয় স্থানীয় শত শত গ্রামবাসী এবং স্বেচ্ছাসেবী বিভিন্ন সংস্থা। প্রবেশপথ থেকে তুষার সরিয়ে আটকে পড়াদের নামিয়ে আনতে চলছে উদ্ধারকাজ।
পর্বতারোহীদের গাইড চেন গেশুয়াং জানিয়েছেন, তীব্র ঠাণ্ডার কারণে হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছে অনেকে। বাকিরাও শরীরের তাপমাত্রা কমে যাওয়ার ঝুঁকিতে আছে বলেও জানান।
এ পর্যন্ত ৩৫০ জনকে উদ্ধার করে নেয়া হয়েছে কিউডাং শহরে। চরমভাবাপন্ন আবহাওয়ায় শনিবার থেকে পর্বতারোহন বন্ধ রাখা হয়েছে অঞ্চলটিতে।
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার এই শৃঙ্গে প্রতিবছর আরোহনের চেষ্টা করেন বহু অভিযাত্রী।
সূত্র: সিএনএন নিউজ।