ঢাকা বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


সুখবর দিল এডিবি, সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে


৪ এপ্রিল ২০২০ ০৩:২৫

মহামারি করোনাভাইরাসে বিশ্ব অর্থনীতি প্রায় অচল আজ। বিশ্বের অধিকাংশ দেশেই বন্ধ রয়েছে শিল্পকারখানার উৎপাদন। বন্ধ রয়েছে এক দেশের সঙ্গে আরেক দেশের আমদানি-রফতানি।

বাংলাদেশেও সরকারি-বেসরকারি সব অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্রমেই দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এখন পর্যন্ত বাংলাদেশ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬১ জন। মারা গেছেন ৬ জন।

বিশ্ব অর্থনীতিতে যখন অস্থিরতা বিরাজ করছে তখন বাংলাদেশের জন্য সুখবর দিল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সারা এশিয়া মহাদেশে বাংলাদেশেই সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০২০ এ পূর্বাভাসে বলা হয়েছে, চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কিছুটা কমে ৭.৮ শতাংশ হতে পারে।

তবে প্রবৃদ্ধি কমলেও এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে। এছাড়া আগামী অর্থবছরে প্রবৃদ্ধি আবার ৮ শতাংশ হবে।

এদিকে এশিয়ার গড় প্রবৃদ্ধিও কমে যেতে পারে বলে জানিয়েছে এডিবি। সংস্থাটি বলছে, ২০২০ সালে এশিয়ার গড় প্রবৃদ্ধি হবে ২.২ শতাংশ। গত বছর গড়ে ৫.২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল এশিয়ায়।

এশিয়ার দেশগুলোর মধ্যে চীন ২.৩ শতাংশ, ভারতে ৪ শতাংশ, ভিয়েতনামে ৪.৮ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি।

চলতি অর্থবছরে ৮.২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল সরকার। গত অর্থবছরে ৮.১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।