সাভারে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
 
                                সাভারের বিরুলিয়া এলাকায় তুরাগ নদের তীর থেকে বৃহস্পতিবার দুপুরের দিকে অজ্ঞাত এক তরুনীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে নিহতের শরীরে পচনধরায় তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি বলে পুলিশ জানান।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী “নতুন সময়কে” বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে পচনধরায় পরিচয় বলা যাচ্ছে না। তবে ময়ণা তদন্তের প্রতিবেদন পেলে তার পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
নিহতের মরদেহ ময়ণা তদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            