পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষন, ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কুমিল্লার হোমনা উপজেলার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রীকে জোরপূর্বক নিজ মাদ্রাসার দোতলার কক্ষে নিয়ে ধর্ষন করে বাগমারা হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফেজ নুরুজ্জামানের ছেলে জালাল। সরজমিনে গিয়ে জানা যায় গতকাল ৩ ঘটিকায় ধর্ষক জালাল ও তার সহযোগী সালেহ পঞ্চম শ্রেনী পড়ুয়া মেয়েটিকে ডেকে নিয়ে ধর্ষক জালালের দোতলা বিল্ডিং এর রুমে জোরপুর্বক ধর্ষন করে।।চিৎকার চেঁচামেচি করিলে ভয় দেখিয়ে বলে দরোজায় পাহারারত দাড়িয়ে থাকা জালালের বন্ধু সালেহ সবাইকে বলে দিবে এবং সালেহ সহ ধর্ষন করিবে। বিষয়টা জানাজানির পর মেয়েটির পিতা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে।
ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য অনেক মহল তৎপর ছিল, দায়িত্বশীল ব্যক্তিরা নিরব ভূমিকায় পালন করে আসছিল বলে তাৎক্ষণিক স্থানিয় এমপি সেলিমা আহম্মদ মেরি হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে রাব্বীকে মামলা নিয়ে যেকোন উপায়ে হোক আসামীদেরকে গ্রেফতারের নির্দেশ দিলে ধর্ষিতার পিতা বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা রেকর্ড করেন। মামলা নং ৮। তাৎক্ষণিক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ধর্ষক জালালকে ধরতে না পারলেও সহযোগী সালেহকে গ্রেফতার করেন। বাগমারা গ্রামের সাধারন জনগন ধর্ষক জালালকে অনতিবিলম্ব গ্রেফতারের দাবীতে মানববন্দন করে পুলিশ প্রশাসন ও এমপি সেলিমা আহমাদ মেরি সি,আই,পির দৃষ্টি আকর্ষন করেন।