মাগুরার মহাম্মদপুরে ফেনসিডিলসহ এক যুবক আটক
 
                                মাগুরা মহাম্মদপুর উপজেলায় চৌবাড়িয়া এলাকায় ৯৪ বোতল ফেন্সিডিলসহ চয়ন বিশ্বাস (১৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ্। চয়ন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার বারোবাজার গ্রামের মিন্টু বিশ্বাসের ছেলে।
সোমবার বিকালে চৌবাড়িয়া এলাকায় থেকে তাকে আটক করা হয়।
মহম্মদপুর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন,গোপন সংবাদের ভিত্তিত্বে তার ব্যাগ তল্লাসী করে ৯৪ বোতল ফেনসিডিলসহ আটক করি। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।’
নতুনসময়/আল-এম

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            