বিস্ফোরণে দেয়াল ধসে পথচারী নিহত
 
                                রাজধানীর কদমতলীতে বিস্ফোরণে দেয়াল ধসে পড়ে একজন নিহত হয়েছেন। তার নাম ফরিদ আহমেদ। আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার সকাল ১০টার দিকে কদমতলীর এক্মিম ব্যাংকের শাখায় বিস্ফোরণ হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত ফরিদ আহমেদ পেশায় টুপি ব্যবসায়ী। তিনি কদমতলীর রসুলপুর এলাকায় থাকেন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর ঢাকা টাইমসকে বলেন, ‘শনিরআখড়া আরএস টাওয়ারের উল্টো পাশের হোটেল ‘সূর্য বানু’ ভবনের দুই ও তিনতলায় এক্মিম ব্যাংকের একটি শাখা রয়েছে। সেই শাখায় একটি বিস্ফোরণ ঘটেছে। সম্ভবত এসি বিস্ফোরণ হয়ে অথবা বিদ্যুতের লাইন নেগেটিভ পজেটিভ এক হয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।’ আহত দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, এই ঘটনায় একজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস কাজ করছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিস্ফোরণের সময় রিকশায় করে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন ফরিদ। এ সময় দেয়াল ধসে ইট মাথায় পড়লে তিনি আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন।’
নতুনসময়/আল-এম

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            