ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

রূপগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার


৭ জুন ২০১৯ ০১:০৭

নতুনসময় ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সিংলাব উত্তর পাড়া ক্যানেল পাড় এলাকায় রকিব মাস্টারের বাড়ির পাশে রাস্তার উপর থেকে ৩৫ বছর বয়সের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

তার গলায় রশির দাগসহ জখমের চিহ্ন পাওয়া গেছে। শ্বাষ রোধ করে হত্যার পর রাতের বেলা র্দুবৃত্তরা তাকে এখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। হত্যা করা নারীর লাশের কোন পরিচয় এখনও মেলেনি।

স্থানীয়রা জানান, পথচারীরা সকাল ৭টার দিকে রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে থেকে পাশের বাড়ির মালিক মাস্টার রকিবকে খবর দিলে রকিব এলাকাবাসীকে সাথে নিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।

এ ঘটনায় ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর মোঃ শহিদুল আলম জানান, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। তবে লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

নুতনসময়/আল-এম