ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

এতিমের জন্য ভিজিএফের দুই বস্তা চাল ফেসবুকে ভোলা পৌরসভাকে নিয়ে বিভ্রান্ত তথ্য


৬ জুন ২০১৯ ২৩:১৬

সংগৃহীত

গত ‍কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ ফেসবুক চাল চুরির একটি ভুয়া ভিডিও ছড়িয়ে ভোলা পৌরসভার কথা উল্লেখ করা হয়েছে। ওই ভিডিও যাকে দায়ি করা হয়েছে তার কোথাও ছবি দেখা যায়নি। একটি চক্র বর্তমানে পৌরসভার মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে এমন ধরনের ভিডিও পোষ্ট করে সাধারণ মানুষের ভিতরে আতংক ছড়িয়ে দিচ্ছেন।

চাল চুরির ঘটনায় দায়ি করা হয় ভোলা পৌরসভার ৭,৮,৯ ওয়ার্ডের মহিলা সংরক্ষিত কাউন্সিলর রিজিয়া সুলতানার স্বামী জামালকে। কিন্তু ভিডিওর সাথে জামালের ছবির কোন মিল নেই।কিন্তু চাল দুইবস্তা ভোলা পৌরসভার এতিমখানায় এতিমদের জন্য দেয়া হয়েছে।

জানাযায়,ওই চাল দুই বস্তা ২০টাকা ভাড়া দিয়ে কাবিল মিঞা এতিমখানায় দেয়া হয়েছে। এতিমের জন্য বরাদ্দ দুই বস্তা চাল নিয়ে রাজনীতি করার এমন ধরণের ভুয়া তথ্যে নিন্দাও জানান ভোলা পৌরবাসি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ভোলা পৌরসভার রাজত্ব নিয়ে চলছে নানা আলোচনা।কাউন্সিলর এবং পৌরকর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এছাড়াও রাজনৈতিকভাবে চলছে ষড়যন্ত্র বলে জানাযায়।

এবিষয়ে ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির বলেন, ভোলা পৌরসভাটি একটি আধুনিক পৌরসভা। এখানে অপরাধীদের কোন আশ্রয় নেই। একটি ভুয়া ভিডিও ছড়িয়ে নাম দেয়া হয়েছে ভোলা পৌরসভার।গরিবের চাল গরিবরাই পাবে, চুরি করার জন্য মেয়র হইনি। মানুষের সেবা এবং অসহায়দের অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। একটি মহল ভিডিও এডিট করে মানুষের মধ্যে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে।

নতুনসময়/আল-এম