ঢাকা শুক্রবার, ২৫শে জুলাই ২০২৫, ১১ই শ্রাবণ ১৪৩২


মাইলস্টোন ট্রাজেডি: ডিএনএ পরীক্ষার মাধ্যমে পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত


২৪ জুলাই ২০২৫ ১৬:৪৩

সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বিকৃত হয়ে যাওয়া ছয় মরদেহ শনাক্তে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরীক্ষা-নিরীক্ষা করে এসব নমুনার মাধ্যমে পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির ফরেনসিক ইউনিটের ডিআইজি মো. জামশের আলী। ইতোমধ্যে সংশ্লিষ্ট পরিবারগুলোকে এ বিষয়ে জানানো হয়েছে।

 

এর আগে, মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ১১ জন দাবিদার তাদের রক্তের নমুনা প্রদান করে। এদের মধ্যে এক পরিবারের একাধিক ব্যক্তিও ছিলেন।