ভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

ভারতে অনুপ্রবেশের সময় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস সামাদ আজাদ, যিনি একাধিক মামলার পলাতক আসামি বলে জানা গেছে।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে আব্দুস সামাদ আজাদ ভারতে প্রবেশের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তে পৌঁছালে ইমিগ্রেশন চেকপোস্টে তার বিরুদ্ধে জারি থাকা সাতটি মামলার তথ্য উঠে আসে। এরপরই তাকে আটক করা হয় এবং পুলিশ হেফাজতে নেওয়া হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (ওসি) জানান, ‘‘আব্দুস সামাদ আজাদের বিরুদ্ধে দেশে বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। যাচাই-বাছাই শেষে তাকে জাস্টিস নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।’’
আব্দুস সামাদ আজাদ ছাত্রলীগের রাজনীতির সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং সম্প্রতি পর্যন্ত মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা সৃষ্টি হয়েছে।