ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

যানজটে যাত্রীরা পোড়ালো ম্যাজিস্ট্রেটের গাড়ি (ভিডিও)


৫ জুন ২০১৯ ০১:১৩

নতুনসময় ছবি

অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধুসেতু পুর্ব প্রান্তে টোল আদায় বন্ধ থাকায় টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। 

যানজট বঙ্গবন্ধুসেতু পুর্ব পাড় থেকে টাঙ্গাইলের পাকুল্লা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে। ফলে মহাসড়ক স্থবির হয়ে পড়েছে। 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলী উৎসব ফিলিং স্টেশন  এলাকায় হঠাৎ বিক্ষুব্ধ হয়ে উঠে যাত্রীরা।

এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় সেখানে অবস্থানরত টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনজ্জামানের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ যাত্রীরা।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, মঙ্গলবার ভোররাত থেকে  বঙ্গবন্ধুসেতু পার হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত যেতে পারছিল না যানবাহন। এ কারণে বঙ্গবন্ধুসেতুর টোল আদায় ভোর ৭টার পর বন্ধ করে দেয়া হয়। ফলে এ যানজটের সৃষ্টি হয়েছে।

মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপও রয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপও রয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

 
নতুনসময়/আল-এম