কুমিল্লায় পুলিশের গাড়ি চাপায় ৩ পোশাক শ্রমিকের মৃত্যু
 
                                কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় পিবিআই পুলিশের গাড়ি চাপাঁয় তিন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (৩ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাসিমা (৩৫), তানজিনা (৩২) ও কাজল (৩১) ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কাজ শেষে শ্রমিকরা বাড়ি ফিরছিলেন। এসময় মিয়াবাজার এলাকায় এলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন পোশক শ্রমিকের মৃত্যু হয়।
এসময় আহত হন আরো কয়েকজন। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুনসময়/আল-এম

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            