বন্ধুকে জবাই করে হত্যা, লাশ বস্তায় ভরে রাখলো ৩ বন্ধু
 
                                কিশোরগঞ্জ জেলার ভৈরবে রূপক নামে এসএসসি উত্তীর্ণ এক কিশোরকে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করেছে সহপাঠিরা।
শুক্রবার (৩১ মে) পৌর শহরের ভৈরব আইডিয়াল স্কুলের পেছনে ৬তলা ভবনের ছাদ থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রূপক শহরের রড সিমেন্ট ব্যবসায়ী নুরে আলম বিপ্লবের ছেলে।
এ ঘটনায় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিন সহপাঠিকে আটক করেছে পুলিশ। তারা হলো, রেজাউল কবির খান, আরাফাত পাটোয়ারী ও ফজলে রাব্বি।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতবিার (৩০ মে) রাতে রূপকের এক বন্ধু তাকে ফোনে ডেকে নিয়ে যায়। পরে গভীর রাতেও রূপক বাসায় ফেরেনি। এতে তাদের সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, মুক্তিপণের উদ্দেশ্যে রূপককে অপহরণ করে তার তিন সহপাঠি। পরে তাদের অপরাধের বিষয়টি ধরা পড়ে যাবার ভয়ে রূপককে জবাই করে হত্যার পর লাশ বস্তাবন্দি করে গুম করার চেষ্টা করে তারা।
খবর পেয়ে পুলিশ শুক্রবার (৩১ মে) নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল আলম বাহার বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
নতুনসময়/আইকে

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            