৫ বছরের শিশুকে ধর্ষণ, যুবক আটক
 
                                মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড়রায়পাড়া গ্রামে এক ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
রবিবার (১৯ মে) দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে এবং সন্ধ্যায় অভিযুক্ত ধর্ষককে পুলিশ আটক করে।
জানা গেছে, আটককৃত যুবকের নাম ইসমাইল (১৮)। সে একই গ্রামের বাসিন্দা ইব্রাহিম মিয়ার ছেলে।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন আল রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘রবিবার দুপুরে গ্রামের একটি ঝোপের আড়ালে নিয়ে ইসমাইল শিশুটিকে ধর্ষণ করে। স্থানীয়রা শিশুটির চিৎকার শুনে এগিয়ে গেলে ইসমাইল সটকে পরে। পরে সন্ধ্যায় রায়পাড়া খেয়াঘাট এলাকা থেকে ধর্ষককে আটক করে পুলিশ।’
তিনি আরও জানান, ‘এ ঘটনায় গজারিয়া থানায় এশটি মামলা দায়ের করা হয়। শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হয়।’
নতুনসময়/আইকে

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            