ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেফতার


১৮ মে ২০১৯ ০৭:০৩

বিয়ের প্রলোভন দেখিয়ে এক শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের মাধ্যমে অন্তঃসত্ত্বা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কলমাকান্দা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে রংছাতি ইউনিয়নের পাঁচগাও পূর্ব জুলপাড়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত আকবর আলী (২৫) নামক এক ভাড়ায় মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে।

কলমাকান্দা থানার ওসি মোঃ মাজহারুল করিম জানান, পাঁচগাও পূর্ব জুলপাড়া গ্রামের রমজান আলীর পুত্র আকবর আলী ঘরে স্ত্রী থাকার পরও তা গোপন রেখে একই গ্রামের রংছাতী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির প্রতিবন্ধী শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে আকবর। ফলে শিক্ষার্থীটি তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হবার পর ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আকবর আলীকে আসামি করে গত বৃহস্পতিবার সকালে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার প্রেক্ষিতে ঐ দিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আকবর আলীকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ওসি মাজহারুল জানান, অভিযুক্ত আকবরকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। আর কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য শুক্রবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর হয়েছে।

নতুনসময়/আইকে