ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

রাজধানীতে ট্রেনের ছাদে দুই যুবককে কুপিয়ে মোবাইল ছিনতাই


১৮ মে ২০১৯ ০৩:৫৩

রাজধানীর তেজগাঁও এলাকায় চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীরা দুই যুবককে কুপিয়ে আহত করে টাকা মোবাইল নিয়ে গেছে ছিনতাইকারীরা।

আহতরা হচ্ছেন সাকিব (২২) ও রাকিব (২৩)। তাদের উদ্ধার করে রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যুবকেরা জানান, তারা ওয়ার্কশপে কাজ শেষে জয়দেবপুর থেকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে ঢাকায় ফিরছিলেন। পথে তেজগাঁও রেলস্টেশন ছেড়ে কমলাপুরের দিকে যাওয়ার পথে তিন-চারজন ছিনতাইকারী কুপিয়ে আহত করে টাকা মোবাইলফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে ট্রেনটি কমলাপুর পৌঁছানোর পর রেলওয়ে পুলিশের কনস্টেবল আল-আমীন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তাদের বাসা ওয়ারী থানার টিপুসুলতান রোড এলাকায়।

সাকিবের গলাসহ কয়েক জায়গায় ও রাকিবের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি ইয়াসিন ফারুক। তিনি বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

নতুনসময়/আইকে