ঢাকা শুক্রবার, ৩১শে অক্টোবর ২০২৫, ১৬ই কার্তিক ১৪৩২

পল্লবীতে ভুয়া নিয়োগপত্র প্রস্তুতকারী জালিয়াত চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার


১২ মে ২০১৯ ১১:০০

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে ভুয়া নিয়োগপত্র প্রস্তুতকারী জালিয়াত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলো- মো. শাহিনুর আলম (২৮), মো. সাহিদ আল ইসলাম (২৪), মো. সেলিম (২৩), মো. সেলিম হোসেন (৩৫) ও মো. জিবারুল ইসলাম (৩৬)।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পল্লবী থানার ডিওএইচএস এর মেহজাবিন প্রোপার্টিজ প্রা. লি. অফিসে অভিযান চালিয়ে তিন প্রতারককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এসময় তাদের কাছ থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, জাতীয় রাজস্ব বোর্ড, কারা অধিদফতর, প্রাথমিক শিক্ষা অধিদফতর, মহিলা ও শিশু অধিদফতর, স্বাস্থ্য অধিদফতরের ভুয়া নিয়োগপত্রসহ ভুয়া সিল, বিভিন্ন ব্যাংকের মুড়িপাতা, বিভিন্ন প্রার্থীর চাকরির আবেদন, ভুয়া অ্যাডভোকেটের ভিজিটিং কার্ড, একটি ল্যাপটপ, একটি সিপিইউ ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়।

এই বিষয়ে তিন আসামির বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নতুনসময়/আইকে