ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২

দেশ ছেড়ে পালানোর চেষ্টায় স্বাস্থ্য প্রকৌশল অধদিফতরের রফিকুল


৯ আগস্ট ২০২৪ ১১:৪২

ফাইল ফটো

ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, কাউন্সিলর, সরকারি কর্মকর্তাসহ প্রভাবশালীরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। ইতোমধ্যে অনেকেই পালিয়েছেন। এছাড়া গত কয়েকদিন সীমান্ত ও বিমানবন্দর থেকে দেশ ত্যাগের চেষ্টাকালে গ্রেপ্তারও হয়েছেন বেশকজন। বাকিরা দেশে থাকলেও রয়েছেন ঘাপটি মেরে।


এদিকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা তত্বাবাধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম সরকার দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। দেশের সকল বিমানবন্দর ও সীমান্তে কড়া সতর্কতা থাকায় অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

জানা গেছে, স্বাস্থ্য প্রকৌশল অধদিফতরে টেন্ডার নিম্নমানের কাজ ও অনয়িমরে মাধ্যমে বিল তুলে নেয়াসহ নানা কায়দায় কোটি কোটি টাকা হাতিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে রফিকুল ইসলাম সরকার। গতকাল নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তার দেশ ত্যাগের বিষয়টি আরো জোরালো হয়ে উঠেছে। ইতিমধ্যে তার এক নিকটাত্মীয়র কাছে কয়েকশ কোটি টাকা জমা রেখেছেন। ভারতে গিয়ে হুন্ডির মাধ্যমে টাকা সেখানের পাচারের কথা রয়েছে। এছাড়া দেশের ব্যাংকে থাকা কয়েক কোটি টাকা আগেভাগেই তুলে নিয়েছেন সরকারি এই কর্মকর্তা। শিগগিরই তাকে আটক করতে না পারলে তিনি পালিয়ে যেতে পারেন। এবং সরকারের চলমান অনেক উন্নয়ণমূলক কাজে ব্যাঘাত ঘটতে পারে। অবশ্য এর আগে বেশ কয়েকটি প্রকল্প থেকে কাজ না করেই তুলে নিয়েছেন কোটি কোটি টাকা।


জানা গছে, সংস্থার প্রধান র্কাযালয়ে র্কমরত তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফকিুল ইসলাম সরকার। তার এহনে র্কমকান্ডে অতষ্ঠি হয়ে পড়েছিল জেলা শহরের নির্বী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপ সহকারী প্রকৌশলীরা। নানা অনয়িম আর র্দুনীতরি কারণে আলোচনায় স্বাস্থ্য ও পরবিার কল্যাণ মন্ত্রণালয়রে অধীন স্বাস্থ্য প্রকৌশল অধদিপ্তর (এইচইড)। পাবলকি প্রকউিরমন্টে রুল না মানা, প্রয়োজনরে চেয়ে প্রায় দ্বিগুন প্রাক্কলন ব্যয় এবং নিম্নমানের স্থাপনা নির্মানের মতো অনয়িমরে অভযোগ রয়েছে । তিনি সরকাররে শত শত কোটি টাকা লোপাট করে এবার দেশ ত্যাগের চেষ্টা করছেন।


এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে অভিযোগ জমা পড়। সবচেয়ে বেশি আলোচনায় ছিল করোনা মহামারীর সময় বসুন্ধরায় ২ হাজার কোটির করোনা হাসপাতাল এবং মহাখালীতৈ ডিএনসিসির করোনা হাসপাতাল তৈরীতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফকিুল ইসলাম সরকার প্রায় ৪০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। শুরুতে রফিকুল ইসলাম সরকাররে স্থলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনরিুজ্জামান মোল্লা থাকলওে কোভিডের র্কমকান্ড শুরুতইে অদৃশ্যভাবে ঢাকা র্সাকলেরে দ্বায়িত্বে চলে আসে তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফকিুল ইসলাম সরকার। এখানে সবই তিনি নিয়ন্ত্রণ করনে। সংশ্লিষ্টরা বলছেন অবিলম্বে তাকে আটক না করলে সরকারের বিপুল অংকের টাকা নিয়ে পালাতে পারেন এই রফিকুল।

অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম সরকারের বিষয়ে খোঁজ খবর রাখছেন। যেকোন সময় তাকে গ্রেফতার  করা হবে।