ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২

খুলনায় মেয়রের বাসভবনে হামলা


৫ আগস্ট ২০২৪ ০৮:০২

ফাইল ফটো

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে বলে জানা গেছে।

 

এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৩৫ জন আহত হন। আহত ২৫ আন্দোলনকারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন।

 

এর আগে বিকেল সাড়ে ৩টায় মেয়রের বাড়িতে আরেক দফা হামলা চালান আন্দোলনকারীরা। সে সময় বাড়ির সামনে একটি মোটরসাইকেল ও চেয়ার ভাঙচুর করা হয়।