ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২

কোকেনসহ বাহামার নাগরিক আটক


১৫ জুলাই ২০২৪ ১৫:০০

সংগৃহিত

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোকেন সহ এক বাহামার নাগরিককে আটক করেছে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্টেলিয়া সানতায়ি নামের এক নারী যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে একটি ইউপিএস এর ভিতর থেকে ৩ কেজি ৯০০ গ্রাম ওজনের কোকেন এর প্যাকেট পাওয়া যায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওই যাত্রী ১৫ জুলাই তার ব্যাগেজ রিসিভ করতে আসেন। তিনি গত ১২ জুলাই এমিরেটস এর ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলে থেকে রওনা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ফ্লাইদুবাইয়ে ১৩ জুলাই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

তখন থেকেই তিনি এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও ইন্টেলিজেন্স এর নজরদারিতে ছিলেন। কিন্তু সেদিন সাথে কোনো ব্যাগেজ ছিলো না।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, সোমবার ব্যাগেজে কোকেন সহ ওই নারীকে এপিবিএন, বিমানবন্দর সিকিউরিটি ও ইন্টেলিজেন্স এর সদস্যরা আটক করেন।

অভিযানে নেতৃত্বে দেন ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, কোকেন জব্দ হয়েছে। যাত্রী ছাড়াও এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।