বোরহানউদ্দিনে ৯ হাজার ৮শত পিচ ইয়াবাসহ যুবক আটক
-2024-07-14-23-17-08.png) 
                                ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাকিমুদ্দিন চৌরাস্তা নামক বেড়ীবাঁধ এলাকা থেকে ৯ হাজার ৮ শত পিচ ইয়াবাসহ আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে
এসআই সিজার হোসেন ও এসআই হেলালুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বিপুলপরিমাণ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিন ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের আজাহার মীরের ছেলে। এবিষয়ে রোববার দুপুরে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি ঢাকার সদরঘাট থেকে তাসরিফ-১৪ নামে একটি যাত্রীবাহী লঞ্চে এক ব্যক্তি ইয়াবাসহ হাকিমউদ্দিনে আসছেন। ওই সংবাদের ভিত্তিতে ভোরের দিকে
অভিযান চালিয়ে বিপুলপরিমাণ ইয়াবাসহ বোরহানউদ্দিন থানা পুলিশ তাকে আটক করেন।

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            