মানুষের কামড়ে সাপের মৃত্যু!
 
                                সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়েছে, এমন খবর প্রায়ই শোনা যায়। কিন্তু মানুষের কামড়ে সাপ মারা গেছে, এমন ঘটনা অবশ্যই বিরল। সম্প্রতি এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে ভারতের বিহার রাজ্যে। সেখানে মানুষের কামড়ে মারা গেছে সাপ।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, সাপকে কামড়ানো ওই ব্যক্তির নাম সন্তোষ লোহার। তিনি রাজৌলিতে রেলওয়ে লাইনের একজন মজুর হিসেবে কাজ করেন। মঙ্গলবার রাতে বেস ক্যাম্পে শুয়েছিলেন তিনি। ওই সময় বিষধর একটি সাপ তাকে কামড় দেয়।
গভীর রাতে সাপের কামড় খেয়ে কি করবেন বুঝতে না পেরে দিগ্বিদিক শূন্য হয়ে তখন তিনি সাপটিকেই ধরে দুবার কামড়ে দেন। আর তাতে সেখানেই মারা যায় সাপটি। তবে কপাল ভালো সন্তোষের। সাপ মারা গেলেও বেঁচে গেছেন তিনি।
এটি কোন জাতের সাপ ছিল তা জানা যায়নি। এমনকি এটি বিষধর ছিল কিনা, তাও নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে সন্তোষ সাংবাদিকদের বলেন, আমার গ্রামে একটা কথা প্রচলিত আছে যে, কোনো সময় সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে যদি সাপকে দুইবার কামড়ানো যায়, তাহলে বিষ অকার্যকর হয়ে যায়।
ঘটনার পর সন্তোষকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। খবর শুনে হাসপাতালে ভিড় লেগে যায়। অনেকেই মনে করছেন, সাপটি হয়তো বিষধর ছিল না। হাসপাতালের চিকিৎসক সতীশ চন্দ্র বলেন, সন্তোষ বিপদমুক্ত।

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            