বোরহানউদ্দিনে ৪টি গাঁজা গাছসহ নারী আটক
-2024-06-28-15-15-40.jpg)
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মধ্যমধলী গুচ্ছ গ্রাম থেকে ৪ টি গাঁজাগাছ ও ৫০ গ্রাম গাঁজাসহ রেহানা বেগম নামক এক নারীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনির ও এসআই সিজারসহ সঙ্গীয় ফোস অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় আটককৃত রেহানা বেগমের স্বামী নাহিদ পালিয়ে যায়। আটককৃত রেহানা বেগম ও তার স্বামী পালাতক নাহিদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) জানান, মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।