পানির ফিল্টারের নামে এলো ৫ কোটি টাকার সিগারেট
 
                                চট্টগ্রামে পানির ফিল্টার ঘোষণায় আনা কনটেইনারভর্তি বিদেশি সিগারেট উদ্ধার করেছে কাস্টমস। বৃহস্পতিবার (২৭ জুন) রাতে কায়িক পরীক্ষায় সিগারেটগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার এ কে এম খায়রুল বাশার।
তিনি বলেন, বুধবার (২৬ জুন) দুপুর দেড়টায় চট্টগ্রাম বন্দরে আসা একটি ২০ ফুটের কনটেইনার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়। পরে বৃহস্পতিবার (২৬ জুন) রাতে কায়িক পরীক্ষায় কনটেইনারটি থেকে আড়াই হাজার কার্টন বিদেশি মন্ড সিগারেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা।
তিনি বলেন, ওয়াটার পিউরিফায়ারের নামে আপেল ও স্ট্রবেরি ফ্লেভারের মন্ড সিগারেটগুলো আমদানির চেষ্টা করছিল হামকো কর্পোরেশন লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠান। চোরাচালানের মাধ্যমে সিগারেট আমদানি করে সরকারের রাজস্ব ফাঁকির অপচেষ্টা করায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            