ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২

বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে দিলেন পুলিশ সুপার


২৬ জুন ২০২৪ ১০:৩২

ছবি: সংগৃহীত

ঝালকাঠির এক ব্যবসায়ীর ভুলে বিকাশের অন্য নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে অন্য বিকাশ নম্বরে চলে যাওয়া উদ্ধার করা ২৩ হাজার টাকা ওই ব্যবসায়ীর কাছে হস্তান্তর করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) মো.আনোয়ার সাঈদ উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী বাবু (৩৩) ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে।

এ বিষয়ে ভুক্তভোগী বাবু বলেন, ভুল নম্বরে যাওয়া টাকা ফিরে পেয়ে আমি খুবই খুশি। দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে দেওয়ার জন্য ঝালকাঠি পুলিশ সুপার স্যারের কাছে আমি কৃতজ্ঞ।