ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২

বগুড়া কারাগার থেকে পালাল ফাঁসির ৪ আসামি


২৬ জুন ২০২৪ ০৯:৫৭

নিজস্ব ফুটেজ

বগুড়া জেলা কারাগার থেকে পালিয়েছি ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি। পরে তাঁদেরকে অভিযান চালিয়ে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।  গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।  

বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত তিনটার পরে সেলের গ্রিল বাঁকা করে ওই চার আসামি পালিয়ে যান। তাঁদেরকে পরে বগুড়ার চাষীবাজার থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।