আদালতে পরীমণি, আত্মসমর্পণ করে চাইবেন জামিন

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে এসেছেন চিত্রনায়িকা পরীমণি।
মঙ্গলবার (২৫ জুন) সকাল দশটার দিকে তিনি পুরান ঢাকার আদালত প্রাঙ্গনে আসেন।
ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা সিফাত।
আইনজীবী বলেন, আজকে আদালতে আত্মসমর্পণ করতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি জামিন চাইবেন। আশা করছি আদালত জামিন মঞ্জুর করবেন।
সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।
তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।