ঢাকা মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১

রাজধানীতে গৃহবধূকে ধর্ষনের পর ভিডিও ধারন, ভুক্তভোগীর কন্যাকে অপহরণ


২ জানুয়ারী ২০২৪ ১৭:৪৩

প্রতিকি

রাজধানীর ধানমন্ডি এলাকায় এক গৃহবধুকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্লাকমেইলের অভিযোগ উঠেছে। এছাড়া ভুক্তভোগী গৃহবধূকে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই গৃহবধূর কন্যাকেও অপহরণ করে চক্রটি। এ ঘটনায় গৃহবধু থানায় গেলে মামলাও নেয়নি পুলিশ। অভিযুক্তরা হলেন-আব্দুল্লাহ আল কায়সার, কামাল হোসেন, রফিকুল ইসলাম রান্নু ও সাগর।

জানা গেছে, গত ১৫ অক্টোবর ধানমন্ডি এলাকায় নিজ বাসায় শয়নকক্ষে ভুক্তভোগী গৃহবধূকে ডেকে নিয়ে মামলার এক নম্বর আসামী হাত পা বেধে জোরপুর্বক ধর্ষন করে। পাশাপাশি ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। এ বিষয়ে কাউকে কিছু জানালে ভিডিও ভাইরাল করার ভয়ভীতি দেখানো হয়। মান সন্মানের ভয়ে ভুক্তভোগী নারী এ বিষয়ে কিছু না বলায় আরো সুযোগ পেয়ে যায় আসামীরা।

গত ১ জানুয়ারি আবারো ওই গৃহবধূকে ধানমন্ডির বাসায় আবারো যেতে বলে আসামীরা। নিজের নিরাপত্তার কথা ভেবে মেয়েকে নিয়ে সেখানে গেলে আসামীরা কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই ভুক্তভোগী নারীর মেয়েকে গাড়িতে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এখনো অপহৃত মেয়েকে উদ্ধার করা যায়নি। আসামিরা প্রভাবশালি হওয়ায় এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করতে গেলেও মামলা নেয়নি পুলিশ।

তবে ভুক্তভোগী বলেন, আগামিকাল বুধবার তিনি এ বিষয়ে আদালতে মামলা করবেন।