ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

এসআই মনিরের নেতৃত্বে যাত্রাবাড়ি থেকে ৪০০ পিস ইয়াবা জব্দ


২৩ মে ২০২৩ ০২:৪০

সংগৃহিত

সাম্প্রতিক সময়ে মাদক বিরোধী অভিযানে প্রতিনিয়ত কাজ করেন ডিএমপি যাত্রাবাড়ি থানা পুলিশ । রাজধানীর ডিএমপি যাত্রাবাড়ি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মফিজুল আলমের সার্বিক দিক নির্দেশনায় এসআই মনির হোসাইন এর দুরদর্শি নেতৃত্বে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার হতে আসা সন্দেহভাজন ভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী মোঃ আলামীন শেখ(২৬)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে ফেরন করা হয়েছে।এই বিষয়ে এসআই মনির হোসাইনের কাছে জানতে চাইলে তিনি বলেন,গতকাল রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি যে কক্সবাজার থেকে একটা বড় মাদকের চালান আসবে তাই প্রযুক্তির সহায়তা নিয়ে সারারাত না ঘুমিয়ে ভোর সকাল ৭ ঘটিকার সময় ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট মাদকসহ উক্ত কারবারী কে গ্রেফতার করতে সক্ষম হই।

মনির হোসাইন এর যাত্রাবাড়ী থানার আগে ডিএমপি তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর থানায় দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন কালে বেশ কয়েকটি মাদক মামলা, ক্লুলেস মামলার আসামী গ্রেফতার করে পুলিশ প্রশংসা কুড়িয়েছেন।