মোহনপুরে ৪ জন মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী মোহনপুর উপজেলার ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ। বুধবার রাতে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মোঃ আব্দুল হালিম (৪৫), পিতা মৃত তাছের আলী সাং হরিফলা এবং মোঃ আয়নাল হক (৫০), পিতা মৃত সমতুল্লাহ সাং মিরপুর, উভয়ে রাজশাহী জেলার মোহনপুর থানার বাসিন্দা। পুলিশ তাদেরকে ৯ লিটার দেশীয় তৈরি চৌলাইমদসহ আটক করে। পিএসআই মোঃ আলতাফ হোসেন এবং এএসআই শ্রী সুকদেব চন্দ্র গাইন সঙ্গীয় ফোর্সসহ গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানার ওসি মহোদয়ের অনুমতি ক্রমে আসামীদের হরিফলা গ্রাম হতে আসামী আব্দুল হালিমের বাড়ির পশ্চিম পাশের পুকুর পাড় হতে আটক করে।
পুলিশ আরও জানায়, মোঃ সুমন রানা (২২), পিতাঃ মোঃ আব্দুল হামিদ, সাং মাটিকাটা, বর্তমান ঠিকানা মাতা মোছাঃ জহুরা খাতুন, বাকশিমইল পশ্চিমপাড়া, জনৈক মোঃ ইমদাদুল (৪০) এর বাড়িতে ভাড়া থাকে এবং মোঃ আজিজুল হক (৪৫), পিতা মৃত আইজুদ্দিন, সাং বাকশিমইল পশ্চিম পাড়া, উভয়ে মোহনপুর থানার বাসিন্দা। আসামীদ্বয় অতিরিক্ত মদ্দ পান করে বাকশিমইল জামতলা পাকা রাস্তার উপর দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগারাজ করছিল। এমন সময় মোহনপুর থানার এএসআই (নিঃ) সিদ্দিকুর রহমান, এএসআই শ্রী সুকদেব চন্দ্র গাইন, এএসআই সুমন চন্দ্র ও এএসআই শামসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে তাদের আটক করে।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাক আহমেদ বলেন, আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।