ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২

হাজারীবাগে ডিবি পরিচয়ে চাঁদা দাবি, গণধোলাইয়ে আহত যুবক


১২ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫৪

নতুন সময়

রাজধানীর হাজারীবাগে ডিবি পরিচয় দিয়ে চাঁদা দাবির সময় গণধোলাইয়ে মো. সুমন (২৯) নামে এক যুবক আহত হয়েছেন। আহত সুমন মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার মাদারফু গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ তাকে উদ্ধার করে বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মঙ্গবার সকালে কোম্পানি ঘাট ফায়ার সার্ভিসের পেছনে এ ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার এসআই কাউছার জানান, কোম্পানি ঘাট ফায়ার সার্ভিসের পেছনে ডিবি পরিচয় দিয়ে চাঁদা দাবি করার সময় গণধোলাইয়ের শিকার হন সুমন।