ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২

দেওয়ানগঞ্জে ৫ হাজার ৬ শত ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার


১৯ আগস্ট ২০১৯ ০২:২৮

দেওয়ানগঞ্জে ৫ হাজার ৬ শত ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জে ৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি এম এম ময়নুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে এস আই মো.ফরহাদ আলী আইসি, তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্র এর নেতৃত্বে সংগীয় ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো বারষ্ট মিয়া (৩৩), মো. মিন্টু মিয়া (২৪) এবং হাছান ওরফে হাছেন আলী (৩৫)। এদের নিকট থেকে মোট ৫ হাজার ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, উভয় ঘটনায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক ২ টি মামলা দায়ের করেন ।