আটকে রেখে ১৪ দিন ধরে ছাত্রীকে ধর্ষণ করলো মিজান

চাঁদপুরের ফরিদগঞ্জে এক স্কুলছাত্রীকে আটকে রেখে টানা ১৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে মিজানুর রহমান নাম এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার দুপুরে ঢাকার মাতুয়াইল এলাকা থেকে ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, উপজেলার খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে বাড়িতে প্রাইভেট পড়াতেন মিজানুর রহমান। গত ২৪ জুলাই বেড়ানোর কথা বলে ঢাকার মাতুয়াইলের একটি বাড়িতে নিয়ে যান প্রাইভেট শিক্ষক মিজানুর রহমান। তারপর ১৪ দিন সেখানে আটকে রেখে ছাত্রীটিকে ধর্ষণ করতে থাকে এই ব্যক্তি।
গত কয়েকদিন বিভিন্নস্থানে খুঁজে না পেয়ে ছাত্রীর অভিভাবক ফরিদগঞ্জ থানায় একটি মামলা করেন। এর প্রেক্ষিতে একদিনের ব্যবধানে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উপ-পরিদর্শক সুমন্ত মজুমদার একদল পুলিশ নিয়ে ধর্ষক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেন। এ সময় ধর্ষিতা স্কুলছাত্রীকেও উদ্ধার করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, অভিযুক্ত মিজানুর রহমানের বাড়ি উপজেলার বিষুরবন্দ গ্রামে। তিনি ৪ সন্তানের জনক। বুধবার বিকেলে তাকে চাদপুরের বিচারিক আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে ঘটনার দায় স্বীকার করে মিজানুর রহমান জবানবন্দি প্রদান করেন। পরে তাকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।
অন্যদিকে ধর্ষিতা স্কুলছাত্রীকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়।